Urgent Appeal for Maria

Created October 02, 2020

Last Updated : October 02, 2020

মারিয়া আক্তার ধান সিদ্ধ করার আগুনের স্তুপে পরে পুড়ে যায়। বিভিন্ন কবিরাজ দেখানোর কারণে এখন তার শরীরের চামড়া পচন ধরে গেছে।

বর্তমানে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৬নং ওয়ার্ডে ১৭ নং সিটে ভর্তি আছে।কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না।ডাক্তার যত তারাতাড়ি সম্ভব প্লাস্টিক সার্জারী করার পরামর্শ দিয়েছে।

মারিয়ার বাবা আইয়ুব আলী একজন ভ্যান চালক বাড়ি কুমিল্লা বরুড়া থানা, দিঘির পাড় হাজী বাড়ি।মারিয়ার চিকিৎসার জন্য প্রায় ৩-৪ লক্ষ টাকার প্রয়োজন।

তাই অসহায় পরিবারটি সমাজের সকলের কাছে সাহায্যে আবেদন জানিয়েছে।

প্লিজ সবাই এগিয়ে আসুন।

যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সাহায্য করি।

মারিয়া কে সাহায্যে করতে যোগাযোগ করুন।

০১৬৯০২২৫০৫৯ (মারিয়ার বাবা আইয়ুব আলী)

Campaign Details

প্লিজ সবাই এগিয়ে আসুন

ছোট্র মারিয়ার বাঁচার আকুতি

প্লিজ পোস্ট পড়ুন এবং বেশি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করুন।

প্লিজ ১০০-৫০০ যে যা পারেন ওকে একটু হলেও সাহায্যে করুন।

মারিয়া আক্তার ধান সিদ্ধ করার আগুনের স্তুপে পরে পুড়ে যায়। বিভিন্ন কবিরাজ দেখানোর কারণে এখন তার শরীরের চামড়া পচন ধরে গেছে।

বর্তমানে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৬নং ওয়ার্ডে ১৭ নং সিটে ভর্তি আছে।কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না।ডাক্তার যত তারাতাড়ি সম্ভব প্লাস্টিক সার্জারী করার পরামর্শ দিয়েছে।

মারিয়ার বাবা আইয়ুব আলী একজন ভ্যান চালক বাড়ি কুমিল্লা বরুড়া থানা, দিঘির পাড় হাজী বাড়ি।মারিয়ার চিকিৎসার জন্য প্রায় ৩-৪ লক্ষ টাকার প্রয়োজন।

তাই অসহায় পরিবারটি সমাজের সকলের কাছে সাহায্যে আবেদন জানিয়েছে।

প্লিজ সবাই এগিয়ে আসুন।

Video - https://youtu.be/HgftBvA22_w

যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সাহায্য করি।

মারিয়া কে সাহায্যে করতে যোগাযোগ করুন।

০১৬৯০২২৫০৫৯ (মারিয়ার বাবা আইয়ুব আলী)

০১৮৯০৪৫৫৮৯৬ বিকাশ পার্সোনাল

০১৭৫৮৫০৮৮৭৪ রকেট+নগদ পার্সোনাল

Report Fraud



Yes No

BDAID

Raised

Tk0

Goal

Tk500K

0

Donor

3193

Views

0%

Raised






Ssl seal 1