আমার বন্ধু এবং সহপাঠী
"মিথিলা স্বপ্নীল, নামটা স্বপ্নীল হলেও যার স্বপ্নগুলো বরং আজ শেষ হওয়ার পথে।
বর্তমানে মিথিলার দুটি কিডনিই অকার্যকর, গত দেড় বছর যাবৎ সপ্তাহে তিনটি করে ডায়ালাইসিস নিয়ে বেঁচে আছে, পুরোপুরি সুস্থ হতে লাগবে কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট, আর এই কিডনি দেবে ওর একমাত্র ছোট বোন, সম্ভাব্য ট্রান্সপ্লান্টের সময় নভেম্বর ২০১৯, যেহেতু দুটি সার্জারির প্রয়োজন তাই খরচটাও বেশি, সার্জারির জন্য প্রয়োজন প্রায় ১১ লক্ষ টাকা!
অপারেশনের খরচ বিস্তারিত: দুইজনের সার্জারি -প্রায় ২ লাখ, ইঞ্জেকশন - প্রায় ২ লাখ, টেষ্ট - প্রায় ১ লাখ, আর অপারেশন পরবর্তী ওষুধ প্রথম ছয় মাসে প্রায় ৬০ হাজার করে (প্রায় ৩ লাখ ৬০ হাজার), আর পরবর্তী ছয় মাস ৪০ হাজার করে( ২ লাখ ৪০ হাজার)আর এই সব টাকাই একাউন্টে দেখাতে হবে পিজি হাসপাতালে অপারেশন এর জন্য।
আর গত দেড় বছর ধরে চিকিৎসা বাবদ প্রতি মাসে প্রায় ৪০-৫০ হাজার টাকা খরচ হয় ডায়ালাইসিস এর জন্য, এ পর্যন্ত চিকিৎসার খরচ যোগাতে পরিবারটি একদম নিঃস্ব অবস্থায় এসে দাঁড়িয়েছে, অসুস্থতার কারণে চাকরিতেও যোগদান করা সম্ভব হয়নি মিথিলার, আর ৩ বছর আগে হারিয়েছে মাকেও ।
এই অবস্থায় ওর স্কুল শিক্ষক বাবার পক্ষে এই বিপুল খরচ বহন বলতে গেলে অসম্ভবই, এখন পর্যন্ত কাছের মানুষদের সাহায্যে ডায়ালাইসিসের খরচ জোগাড় করা গেলেও, ট্রান্সপ্লান্টের ১১ লক্ষ টাকা জোগাড়ে প্রয়োজন আপনার আমার সকলের সাহায্য।
সুতরাং, বন্ধুত্বের ও মানবতার খাতিরে সবার কাছে সাহায্য ও দোয়া প্রার্থনা করছি, সবার সাহায্য এবং দোয়াই পারে মিথিলা এবং তার পরিবারকে একটি সুন্দর জীবন উপহার দিতে।
(আপডেট - আপনাদের সকলের সহযোগিতায় আজকে রাত পর্যন্ত সংগ্রহ টোটাল ১লাখ দশ হাজার, সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা সাহায্য পাঠিয়েছেন এবং পোস্ট শেয়ার করছেন! একজন ভাইয়া দেশের বাইরে থেকেও সাহায্য পাঠিয়েছেন! সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু প্রয়োজন আরো নয় লক্ষ নব্বই হাজার টাকা! অনুরোধ সবার প্রতি যে যেভাবে যতটুকু পারুন হেল্প করুন, আপনার সামান্য কিছু সাহায্যই পারে একটি জীবন বাঁচিয়ে দিতে!)
I want to collect fund for a kidney patient. She is our university friend. Both of her kidneys are damaged. Her family already lost their financial capability for advanced treatment. Now they have found a source of a single kidney. Now need a handsome amount to transplant this kidney. As a middle class family, they don't have enough financial source to manage this amount. I hope also a little bit your personal financial help from everyone.